• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

রুশ পুরুষদের প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৮  

ইউক্রেনে ১৬ থেকে ৬০ বছর বয়সী সব রুশ পুরুষদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ার উপকূলীয় অঞ্চলে সম্প্রতি ইউক্রেনের ২৪ জন নাবিকসহ ৩টি জাহাজ আটক করা হয়। এ ঘটনায় দুদেশের মধ্যে সৃষ্ট জটিলতার কারণে দেশটির সরকারের জারিকৃত মার্শাল ল’র অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে। - খবর বিবিসি।

তবে মানবিক পরিস্থিতি, যেমন অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে কেউ আসলে সেক্ষেত্রে এটাকে শিথিল করা হবে বলে জানিয়েছে ইউক্রেন সরকার।

এদিকে রাশিয়া জানিয়েছে, তারা ইউক্রেনের এই পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা কোনো পদক্ষেপ গ্রহন করবে না। রাশিয়ার সঙ্গে সৃষ্ট উত্তেজনার কারণে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো দেশটির ১০টি অঞ্চলে ৩০ দিনের জন্য মার্শাল ল’ জারি করেন। এটি ২৬ ডিসেম্বর পর্যন্ত জারি থাকবে।

ইউক্রেন দাবি করেছে, রোববার রাশিয়া কর্তৃক তাদের ২৪ জন নাবিকসহ ৩টি জাহাজ আটকের ঘটনাটি সম্পূর্ণ আন্তর্জাতিক আইন বিরোধী। তবে রাশিয়া দাবি করছে, ইউক্রেনই আন্তর্জাতিক আইন অমান্য করে তাদের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করেছে।

২০১৪ সালে ইউক্রেন থেকে জোরপূর্বকভাবে ক্রিমিয়া কেড়ে নেবার পর এটিই হলো দুদেশের মধ্যে সৃষ্ট সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –