• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

জি-২০ ’র উদ্বোধনীতে থাকছেন না মের্কেল বিমানে ত্রুটির কারণে

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৮  

বিমানে ত্রুটি দেখা দেয়ার কারণে আর্জেন্টিনায় শিল্পোন্নত দেশগুলোর সম্মেলন জি-২০ এর উদ্বোধনী সেশনে থাকতে পারছেন না জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল। বৃহস্পতিবার আর্জেন্টিনার উদ্দেশ্যে উড্ডয়নের ঘণ্টাখানেক পরই এয়ারবাস এ৩৪০ এর জরুরি অবতরণের কারণে জার্মান প্রতিনিধি দল সময় মতো বুয়েন্স আয়ার্সে পৌঁছাচ্ছে না। সরকারি ওই বিমানটিতে মের্কেল ছাড়াও দেশটির অর্থমন্ত্রী ওলাফ শুলজ ছিলেন। - খবর রয়টার্সে’র।

আর্জেন্টিনা যেতে এয়ারবাস এ৩৪০ এর জন্য ১৫ ঘণ্টা সময় নির্ধারিত ছিল। বিমানটি উড্ডয়নের ঘণ্টাখানেক পরই তাতে কারিগরি সমস্যা দেখা দিলে চালক বাধ্য হয়েই চ্যান্সেলর ও অন্যান্যদের নিয়ে কোলন-বন বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দর থেকে বাসে করে বনের একটি হোটেলে ফেরার পর সাংবাদিকদের মের্কেল জানান,“গুরুতর ত্রুটি দেখা দিয়েছিল। সৌভাগ্যক্রমে আমাদের বিশেষ এ এয়ারক্রাফটে চমৎকার সব ক্রু ও অভিজ্ঞ পাইলট ছিলেন।”

অবতরণের আগে এয়ারবাসের চালক যাত্রীদের জানান, ‘বেশকিছু ইলেকট্রনিক ব্যবস্থাপনায় ত্রুটি’ দেখা দেয়ায় বিমান কোলন-বনে নামছে। ওই ত্রুটির কারণে নিরাপত্তা ঝুঁকি ছিল না বলেও আশ্বস্ত করেছিলেন তিনি।

বিমানবন্দরে ছুটে আসা প্রকৌশলীরা পরে ত্রুটিগুলো খতিয়ে দেখেন। প্রথমদিকে মের্কেল ও শুলজ বিমানের ভেতরে অপেক্ষা করলেও পরে তাদের সরিয়ে নেয়া হয়।

এয়ারবাস এ৩৪০ এর পরীক্ষা-নিরীক্ষার সময় কাছাকাছি এলাকায় বেশ কয়েকটি ফায়ার ইঞ্জিন মোতায়েন ছিল বলে বিমানটির ভেতরে থাকা রয়টার্সের এক প্রতিনিধি জানিয়েছেন।

প্রতিনিধিদের স্পিগেল জানিয়েছে, মের্কেলকে বহনকারী বিমানটির পুরো যোগাযোগ ব্যবস্থাতেই ত্রুটি ধরা পড়ে। ক্রুরা পরে স্যাটেলাইট ফোন ব্যবহার করে এয়ারক্রাফটটিকে অবতরণ করায়।

জার্মান সামরিক বাহিনীর ব্লগ অগেনগেরাদুসও পরে বিমানটির বেতার ব্যবস্থাপনায় ত্রুটির খবর নিশ্চিত করে। তাৎক্ষণিকভাবে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী উরসুলা ফন হের লেয়েনকে ঘটনাটি জানানো হয়। বিকল্প কোনো বিমানে মের্কেল ও তার সঙ্গীদের তুলে দেয়া যায় কিনা তারও চেষ্টা চলে।

মের্কেল ও শুলজকে শুক্রবার স্থানীয় সময় সকালে অন্য একটি সরকারি বিমানে করে মাদ্রিদ নিয়ে যাওয়া হবে বলে প্রতিনিধিদলের একটি সূত্র নিশ্চিত করেছে। মাদ্রিদ থেকে পরে অন্য একটি বেসরকারি বিমানে তারা বুয়েন্স আয়ার্সে পৌঁছাবেন।

এর মধ্যেই অন্য বিশ্বনেতাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা শুরু হয়ে যাবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এই দেরির ফলে জার্মান চ্যান্সেলরের সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ভারতের রাষ্ট্র ও সরকারপ্রধানদের বৈঠকের সূচিও বদলানো হবে।

এয়ারবাস এ৩৪০ গেল মাসেও যাত্রাপথে ত্রুটি পেয়ে জরুরি অবতরণে বাধ্য হয়েছিল। সেবারও অর্থমন্ত্রী শুলজ ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি বৈঠকে যেতে সরকারি এ বিমানটিতে চড়েছিলেন বলে জার্মানির স্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –