• শুক্রবার ২৮ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৪ ১৪৩১

  • || ২০ জ্বিলহজ্জ ১৪৪৫

বিয়ের আগে মসজিদে জাহির, রেগে আগুন সোনাক্ষীর মা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জুন ২০২৪  

জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর অবশেষে রোববার (২৩ জুন) বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। নতুন অধ্যায় শুরুর আগে নিজের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদে যান জাহির। অন্যদিকে রেগে আগুন সোনাক্ষীর মা।

জাহিরের মসজিদের যাওয়ার সঙ্গে সোনাক্ষীর মা পুনম সিনহার কোনো সম্পর্ক নেই। তার রাগের কারণ পাপারাজ্জিরা। গত কয়েক দিন ধরেই ছবি শিকারিদের ভিড় তাদের বাড়ির সামনে। সোনাক্ষীর বিয়ের পোশাক থেকে সব কিছুই ক্যামেরাবন্দি করছেন তারা।

সোনাক্ষী সকালে বেরিয়ে যাওয়ার পরই অন্য একটি গাড়িতে বের হন তার মা। অভিনেত্রীর মায়ের গাড়ির জানলার কাচ খোলা থাকায় সেখানেই প্রায় ক্যামেরা ভিতরে ঢুকিয়ে দেন ছবি শিকারিরা, কেউ কেউ আবার গাড়ির চারপাশ ঘিরে ধরেন। নিজের গাড়িতেই আটকে পড়েন অভিনেত্রীর মা। তারপর নিরাপত্তারক্ষীরা এসে ঠেলে সকলকে সরাতেই বেরোতে পারেন পুনম।

পাপারাজ্জিদের এ আচরণে মেজাজ হারান পুনম। চোখে মুখে বিরক্তির পাশাপাশি ফুটে ওঠে রাগের ছাপ। শোনা যাচ্ছে, আজ রোববার সকালে আইনি মতে বিয়ে সেরেছেন অভিনেত্রী। বিয়ে করার আগে বান্দ্রা এলাকার একটি মসজিদে ঢুকতে দেখা যায় জাহির ইকবালকে।

প্রসঙ্গত, বিয়ের মাধ্যমে সাত বছরের প্রেম পূর্ণতা পেলো সোনাক্ষী-জাহিরের। সালমানের দেওয়া এক পার্টিতেই প্রথম দেখা হয়েছিল তাদের। সেখান থেকেই বন্ধুত্ব অতঃপর প্রেম। এবার বাঁধা পড়ছেন কাগজ-কলমে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –