• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

ভালো নেই আকবর, চাইলেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

হানিফ সংকেতের উপস্থাপনায় বিটিভিতে প্রচারিত জনপ্রিয় একটি ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'। ২০০৩ সালে এই অনুষ্ঠানের কিশোর কুমারের জনপ্রিয় গান 'একদিন পাখি উড়ে যাবে যে আকাশে' গেয়ে সবাইকে তাক লাগিয়ে দেন রিক্সাওয়ালা আকবর। এরপর থেকেই পেয়ে গেলেন সংগীত শিল্পীর খ্যাতি।

এরপর কাজ করেছেন নিজের এ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে প্লেব্যাকও। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত 'কঠিন পুরুষ' চলচ্চিত্রে তার গাওয়া 'তোমার হাত পাখার বাতাসে' গানটি বেশ জনপ্রিয় হয়। তবে, বর্তমানে খুব একটা ভালো নেই আকবর।

 তিনি জানান, বর্তমানে তিনি আর তার পরিবার খুব একটা ভালো নেই। অভাব-অনটনেই দিন কাটছে তার। মাঝে মাঝে দু একটা শো করে যা ইনকাম হচ্ছে, তা যথেষ্ঠ নয়।

আকবর বলেন, বর্তমানে টুকটাক শো করছি, মাঝে মাঝে হানিফ সংকেত স্যারের 'ইত্যাদি'তে গান করি। এ বছর এটিএন বাংলার 'পাঁচপোড়ন' অনুষ্ঠানে গান করেছি। মাঝে আমি অসুস্থ হয়ে পড়ি। এখনো অসুস্থ, যতদিন বাঁচবো গান নিয়েই বাঁচতে চাই। গেল বছর এমন অবস্থা হয়েছিল আমি চলতে পারছিলাম না। ডায়াবেটিস থেকে নানা রোগে আক্রান্ত হই। এরপর কিডনিতে সমস্যা দেখা দেয়। এর চিকিৎসা করাতে অনেক টাকা লাগে। টাকা ছাড়াতো আর ভালো চিকিৎসা করানো যায় না।

তিনি আরো বলেন, হানিফ সংকেত স্যার আমাকে অনেক উপকার করেছেন। স্যার ছাড়া আমার আর দেখার মতো আপন কেউ নাই। স্যার মাঝে মাঝে সাহায্য-সহযোগিতা করেন। তার এই ঋণ কখনো ভুলবার নয়। সারাজীবন তার কাছে আমি কৃতজ্ঞ। আর আগে পরিবার চালাতে হয়, যে টাকা শো করে পাই পরিবার চালাতেই শেষ হয়ে যায়। মাসে প্রায় ১৫-থেকে ২০ হাজার টাকা লাগে ঔষধ ও চিকিৎসা বাবদ। কখনো কখনো এই টাকা জোগাড় করতে পারি আবার কোন সময় এই টাকা পরিবারের খরচ জুগিয়ে থাকে না। তাই ঠিকঠাক মতো চিকিৎসা করাতে পারছি না।

এই কণ্ঠশিল্পী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে বলেন, আমাদের প্রধানমন্ত্রী অনেক দয়ালু। একজন শিল্পীবান্ধব মানুষ। সব সময় তিনি শিল্পীদের বিপদে পাশে দাঁড়িয়েছেন। তার সহায়তা কামনা করছি। তিনি সহায়তা করলে আমি হয়তো আবারো সুস্থ হয়ে নিয়মিত গান করতে পারবো।

'কঠিন পুরুষ' চলচ্চিত্রে প্লেব্যাক ছাড়াও আকবর 'বাবার জন্য যুদ্ধ' চলচ্চিত্রে গান করেন। তার একক অ্যালবামগুলো হচ্ছে- 'একদিন পাখি উড়ে', 'হাত পাখার বাতাসে', 'বেদনার মেঘ', 'ইচ্ছে করে', 'হঠাৎ দেখা' ও 'চাঁদ রূপসী'

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –