• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

ফাহমিদার সুরে প্রথম গান গাইলেন সামিনা

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী ফাহমিদা নবীর সুরে গাইলেন তার বোন আরেক শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। গানটির শিরোনাম ‘ও আমার জন্মভূমি’। রানা মাসুদের লেখা এ গানটির সংগীতায়োজন করেছেন বর্ণ চক্রবর্তী। সম্প্রতি ধানমন্ডির একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। ‘জীবনের জয়গান’ অ্যালবামে থাকবে এই গানটি।

বোনের সুরে গাইতে পেরে উচ্ছ্বসিত সামিনা চৌধুরী বললেন, ‘আপনারা এত দিন ফাহমিদার কণ্ঠে গান শুনেছেন। ও কিন্তু গাওয়ার পাশাপাশি গানের কথা লিখছে, সুরও করেছে। তার সুরে একাধিক শিল্পী গানও গেয়েছেন। বোনের সুরে গাইতে পেরে আমি ভীষণ খুশি। ফাহমিদার সুর করার ব্যাপারটি আমাদের পরিবারের মধ্যে বিশাল পাওয়া। কারণ, আমার বাবাও গান লিখতেন, সুর করতেন। ফাহমিদা সেই ধারা অব্যাহত রেখেছে। সুরকার ফাহমিদা নবীর জন্য শুভকামনা।’

এই বিষয়টিতে ফাহমিদা নবীও খুশি। জানালেন, ‘আমি দেশের গানের একটা প্রকল্প করছি। চেষ্টা করেছি ভালো কিছু করার। সামিনার কথা মাথায় রেখেই গানটির সুর করা। গানটি গেয়ে সামিনা খুশি হয়েছে। সবচেয়ে বড় কথা, দুই বোনের প্রয়াসে ভালো একটি দেশের গান তৈরি হচ্ছে।’

‘জীবনের জয়গান’ অ্যালবামের গান থাকবে ১১টি। এগুলোর বিষয় দেশ। এর মধ্যে একটি দ্বৈত কণ্ঠে গাওয়া গান আছে। সামিনা চৌধুরী ছাড়া অন্য গানের শিল্পীরা হলেন ফাহমিদা নবী, রফিকুল আলম, বাপ্পা মজুমদার, পিন্টু ঘোষ, রেশমী, ঋতুরাজ, এলিটা, তাশফি, সুকন্যা।

দ্বৈত গানটিতে কণ্ঠ দেবেন বর্ণ চক্রবর্তী ও ঐশী। ফাহমিদা নবী জানান, ১১টি গানের মধ্যে পাঁচটি গানের কণ্ঠ ধারণের কাজ শেষ। বাকি গানের কাজও শিগগিরই শেষ হবে। নয়টি গানের সংগীতায়োজন করছেন বর্ণ চক্রবর্তী আর দুটি গানের সজীব দাশ ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –