• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

আকাশচুম্বী কিছু অপেক্ষায় কিছু প্রদর্শিত!

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

একটি আইটেম গান বানাতে ভারতীয়রা ব্যায় করেন কোটি রুপি! তাহলে একটি সিনেমার বাজেট কত হতে পারে, ভাবা যায়! সেই সম্পর্কে আমাদের কোন ধারণা থাকার কথাও না। কারণ আমরা ছবিটি দেখি শুধু, বানায় না। তবে আজ  সবার জন্য এমন একটি ধারণা উপস্থাপন করবে, যা শুনলে সত্যি চমকে যাবেন।

চলুন তাহলে দেখে নেই সিনেমায় কী পরিমান খরচ করেছেন তারা।

ইদানীং নির্মিত ভারতীয় ছবি ‘রোবট ২.০’। জানা গেছে এটি ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি বাজেটের ছবি। যা নির্মাণে ব্যয় হয়েছে নাকি ৫০০ কোটি রুপিরও বেশি। প্রথমবারের মত রজনীকান্ত ও অক্ষয় কুমার একসঙ্গে অভিনয় করেছেন সিনেমাটিতে। তাদের অভিনীত এই ছবিটি এখন মুক্তির প্রহর গুনছে।

তাছাড়া দক্ষিণী তারকা প্রভাসের ‘সাহো’ শীর্ষক একটি ছবি বাজেট ছিল প্রায় ৩০০ কোটি। আর অমিতাভ বচ্চন ও আমির খানের অভিনীত সিনেমা ‘থাগস অব হিন্দুস্তান’-এ নাকি ২১০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে। এই সিনেমাগুলোও এখন মুক্তির প্রহর গুনছে।

এ ছাড়াও ভারতের মুক্তিপ্রাপ্ত আরো কিছু ছবির বাজেট ছিল আকাশচুম্বী। যা এরই মধ্যে মুক্তি পেয়ে প্রদর্শিতও হয়েছে বিভিন্ন সিনেমা হলে। চলুন দেখে নেয়া যাক সর্বোচ্চ বাজেটের সেরা ১০ টি ভারতীয় ছবির তালিকা-

রা-ওয়ান

২০১১ সালে দিওয়ালি উৎসবকে ঘিরে মুক্তি পায় শাহরুখের স্বপ্নের এই সিনেমাটি। তার নিজের প্রযোজনায় সিনেমাটিতে তিনি ব্যায় করেন ১৫০ কোটি রুপি। এতে সুপারহিরো হওয়ার সাধ মেটান শাহরুখ খান নিজেই। কিন্তু বাজেট অনুযায়ী ছবিটি একদমই ব্যবসাসফল হয়নি।

রোবট

২০১০ সালে মুক্তি পায় সুপারস্টার রজনীকান্তের বহুল আলোচিত ছবি ‘রোবট’। ‘রা ওয়ান’র মতো এই ছবিটির বাজেটও ছিল প্রায় ১৫০ কোটি রুপি। এতে রজনীকান্তের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে বলিউড হার্টথ্রব ঐশ্বরিয়া রাই বচ্চনকে। তাদের দুর্দান্ত অভিনয়, চোখ ধাঁধানো লোকেশন এবং উন্নত গ্রাফিক্স সিনেমাটিকে বেশ ব্যবসায়িক সফলতা এনে দেয়।

বাহুবলী ২

বলিউডে এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সবচেয়ে বেশি বাজেটের ছবি হল ‘বাহুবুলী ২’। দক্ষিণী তারকা প্রভাস অভিনীত এই ছবিটির বাজেট প্রায় ২৫০ কোটি রুপি। ২০১৭ সালে মুক্তি পায় সিনেমাটি। তারপর থেকে ছবিটির বাজেট অনুযায়ী বক্স অফিসেও প্রচুর সাফল্য কামিয়েছে। ভারতের এই পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা ছবির মধ্যে ‘বাহুবলী ২’ রয়েছে শীর্ষ স্থানে।

পদ্মাবত

এ বছর মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত ছবির মধ্যে ‘পদ্মাবত’ একটি। সিনেমাটিতে রণবীর সিং, দীপিকা পড়ুকোন ও শহীদ কাপুরের মত শীর্ষ বলিউড তারকারা অভিনয় করেছেন। জানা গেছে, এই ছবির বাজেট ছিল ২১৫ কোটি রুপি। এছাড়া এর পরিচালনায় যথেষ্ট কলাকৌশলও দেখিয়েছেন পরিচালক সঞ্জয়লীলা বানশালি।

টাইগার জিন্দা হ্যায়

২০১৭ সালে মুক্তি পাওয়া আরেকটি আলোচিত ছবি হচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায়’। এই ছবিটির নির্মাণেও ব্যয় হয়েছে ২১০ কোটি রুপি। পরিচালক আলী আব্বাস জাফরের পরিচালনায় এর মূল ভূমিকায় অভিনয় করেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

বাহুবলী: দ্য বিগিনিং

বাহুবলী সিরিজের প্রথম ছবি হল এটি। দ্বিতীয় বারের মতো এই ছবিটিও প্রচুর অর্থ ঘরে তুলেছেন। এ ছবিটির নির্মাণ বাজেটও চোখে পড়ার মতো। ২০১৫ সালে মুক্তি পাওয়া এই ছবিটির বাজেট ছিল ১৮০ কোটি রুপি।

প্রেম রতন ধন পায়ো

২০১৫ সালে মুক্তি পাওয়া আর একটি বড় বাজেটের ছবির মধ্যে এটি একটি। রোম্যান্টিক ধাঁচের এই সিনেমায় মুখ্য চরিত্রে দেখা গেছে সালমান খান ও সোনম কাপুরকে। আরো শোনা গেছে, বহুবলির প্রথম কিস্তির মতো এই ছবির নির্মাণেও ব্যয় হয় প্রায় ১৮০ কোটি রুপি।

ধুম-৩

২০১৩ সালে মুক্তি পাওয়া ভারতের সবচেয়ে বেশি বাজেটের ছবির মধ্যে তালিকায় রয়েছে ‘ধুম’ সিরিজের তৃতীয় কিস্তি ‘ধুম ৩’। প্রায় ১৭৫ কোটি বাজেটের এই সিনেমাটির মূল চরিত্রে দেখা গেছে আমির খান, অভিষেক বচ্চন ও ক্যাটরিনা কাইফকে।

দিলওয়ালে

২০১৫ সালে মুক্তি পাওয়া রোম্যান্টিক ধাঁচের ‘দিলওয়ালে’ ছবিটি রোহিত শেঠির পরিচালনায় হয়েছে। এই ছবির নির্মাণে ব্যয় হয় ১৬৫ কোটি রুপি। এই ছবিটিতে শাহরুখ খান ও কাজলকে সঙ্গে দেখা গেছে একই পর্দায়। তাছাড়া আরো দেখা গেছে বর্তমান সময়ের দুই জনপ্রিয় তারকা বরুন ধাওয়ান ও কৃতি শ্যাননকে। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন শাহরুখ নিজেই।

ব্যাং ব্যাং

২০১৪ সালে হলিউডের ছবি ‘নাইট অ্যান্ড ডে’ ছবির আদলে নির্মিত হয় এ ছবিটি। ‘ব্যাং ব্যাং’ ছবির নির্মাণে ব্যয় হয় প্রায় ১৬০ কোটি রুপি। অ্যাকশন ও কমেডি ধাঁচের এই ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছিলেন ঋত্বিক রোশন ও ক্যাটরিনা কাইফ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –