• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

দহন মুক্তির পর থেকেই দর্শক টানছে 

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

 দেশের প্রায় অর্ধ শতাধিক পেক্ষাগৃহে গেল শুক্রবার মুক্তি পেয়েছে নির্মাতা রায়হান রাফি পরিচালিত সিয়াম-পূজা অভিনীত আলোচিত সিনেমা ‘দহন’। এটি প্রযোজনা করেছেন জাজ মাল্টিমিডিয়া। ‘দহন’ মুক্তির পর থেকেই দর্শক মহলে বেশ প্রশংসিত হচ্ছে এবং দর্শক টানছে।

সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় দেখে সন্তুষ্ট সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘জাজ মাল্টিমিডিয়া’। মুক্তির প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বেশ সাড়া ফেলেছে দহন। আর প্রথম দিনের মতো শনিবারও টিকেট না পেয়ে ফিরে যেতে হয়েছে অনেক দর্শককে। সিনেমাটির সংশ্লিষ্টরা দাবি করছেন, গেল দুদিনের মতো সামনের দিনগুলোতেও 'দহন'র শো হবে হাউজফুল।

দর্শকরা সিনেমাটি নিয়ে ইতাবাচক মন্তব্য করেছেন। অনেকে বলেছেন, এ ছবিটি তাদের হৃদয় স্পর্শ করেছে। কেউ কেউ বলেছেন, নির্মাতা ছবিটির মাধ্যমে রাজনীতির যে সমস্যার কথা তুলে ধরেছেন তা তরুণ সমাজের কাছে পৌছে দিতে সক্ষম হয়েছে। কেউ কেউ বলেছেন, বছরের সেরা সিনেমা হবে এটি।

'দহন' সিনেমাটিতে মাদকাসক্ত যুবকের চরিত্রে অভিনয় করেছেন সিয়াম। আর পূজা গার্মেন্টস কর্মী এবং মম রূপদান করেছেন সাংবাদিকের চরিত্রে। তাদের সবার অভিনয়ই দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। এছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছন- তারিক আনাম খান, রাইসুল ইসলাম আসাদ, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, একে আজাদ সেতু প্রমুখ।

'দহন' সিনেমাটি সাড়া দেশে যেসব পেক্ষাগৃহে চলছে তা হলো- স্টার সিনেপ্লেক্স – বসুন্ধরা সিটি, ঢাকা, ব্লকবাস্টার সিনেমাস – যমুনা ফিউচার পার্ক, বলাকা সিনেওয়ার্ল্ড – ঢাকা, মধুমিতা সিনেমা- ঢাকা, শ্যামলী সিনেমা – ঢাকা, চিত্রামহল সিনেমা – ঢাকা, রানীমহল সিনেমা – ডেমরা, সিলভার স্কিন – চট্টগ্রাম, চম্পাকলি সিনেমা – টঙ্গী, বর্ষা সিনেমা –জয়দেবপুর, নিউ মেট্রো সিনেমা – নারায়ণগঞ্জ, সেনা সিনেমা – সাভার, মনিহার সিনেমা – যশোর, নন্দিতা সিনেমা – সিলেট, ছায়াবানী সিনেমা – ময়মনসিংহ, আলমাস সিনেমা – চট্টগ্রাম, সনিয়া সিনেমা – বগুড়া, রুপকথা সিনেমা – পাবনা, মর্ডান সিনেমা – দিনাজপুর, অভিরুচি সিনেমা – বরিশাল, লিবার্টি সিনেমা- খুলনা, রাজ সিনেমা – কুলিয়ারচর, মম-ইন – বগুড়া, কেয়া সিনেমা – টাঙ্গাইল, মধুমতি সিনেমা- ভৈরব, শংখ সিনেমা – খুলনা, শাপলা সিনেমা – রংপুর, চন্দ্রিমা সিনেমা – শ্রীপুর, রাজশাহী বিশ্ববিদ্যালয় (কাজী নজরুল ইসলাম মিলনায়তন), অনামিকা সিনেমা – পিরোজপুর, বাবু সিনেমা- কিশোরগঞ্জ, বৈশাখী সিনেমা – নরিয়া, ছন্দা সিনেমা – কালীগঞ্জ, দিনান্ত সিনেমা – কেশরহাট, গ্যারিসন সিনেমা – দয়ারামপুর, লাইটহাউজ সিনেমা – পারুলিয়া, মমতাজমহল সিনেমা – নীলফামারী, নসীব সিনেমা – শাপাহার, রাজু সিনেমা – ঈশ্বরদী, রঙ্গধনু সিনেমা – নজিপুর, রুপালী সিনেমা – পাচবিবি, শাহীন সিনেমা- বল্লাবাজার, সখী সিনেমা – হোসাইনপুর, সোনালী সিনেমা – ঘোড়াঘাট, সনি সিনেমা – ইসলামপুর, উল্লাস সিনেমা -বীরগঞ্জ, আলমডাঙ্গা সিনেমা- আলমডাঙ্গা।

জানা গেছে, আগামী সপ্তাহে প্রায় দেড়শো হলে মু্ক্তি দেয়া হবে সিনেমাটি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –