• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

এবার পুঁথি পাঠ করবেন শাকিব খান!

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮  

শাকিব খান ঢালিউড সুপারষ্টার। দিনকে দিন নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন বাংলা সিনেমার এ অপ্রতিদ্বন্দী নায়ক। এর আগে অভিনয়ের পাশাপাশি সিনেমায় গানও গেয়েছেন তিনি। যে গান হয়েছে প্রশংসিত। তবে এবার আরেক ধাপ নিজেকে এগিয়ে নিচ্ছেন কিং খান।

শাকিব খান এবার পুঁথি পাঠের আদলে একটি গান করবেন। এটি থাকছে বরেণ্য পরিচালক কাজী হায়াৎ-এর ৫০তম চলচ্চিত্র ‘বীর’-এ। এরই মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত পরিকল্পনা শেষ করে ফেলেছেন পরিচালক কাজী হায়াৎ।

কিং খানের সঙ্গে ছবিটি প্রযোজনা করবেন তার বন্ধু মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, ‘অনেক চমক নিয়ে আমরা আসছি। এখনই সব বলবো না। এই ছবিতে শাকিব খানের কণ্ঠে একটি অন্যরকম গান থাকবে। আর ছবির নায়িকা নির্বাচনেও থাকছে বিশেষ চমক।’

এরই মধ্যে খবর বেরিয়েছে ছবিতে শবনম বুবলীকে বাদ দিয়ে নায়িকা হিসেবে নেওয়া হচ্ছে জয়া আহসানকে। শাকিব খানের ইচ্ছাতেই এমনটা হচ্ছে বলে জানা গেছে। তবে এ নিয়ে এখনি মুখ খুলতে চাইছেন না কেউ। আগামী সপ্তাহেই নতুন করে ছবির নায়িকার নাম ঘোষণা আসতে পারে। যদিও এর আগেও নিশ্চিত করে কেউই বলেননি ছবির নায়িকা বুবলীই হবে।

তবে এরই মধ্যে ছবিটিতে দ্বিতীয় নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন মৌমিতা মৌ। ছবিতে চুক্তিবদ্ধ হয়ে মৌ বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার। দেশের সেরা তারকার সঙ্গে অভিনয়ের সুযোগ পাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

মৌমিতা মৌ বলেন, ‘আমার চরিত্র প্যারালাল। গুণী নির্মাতা ও শাকিব ভাইয়ের সাথে এটাই আমার প্রথম কাজ। তাদের সঙ্গে কাজ করতে পারছি এটা খুব ভালো লাগছে।’

জানা গেছে, ‘বীর’ পরিচালনার পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্যও তৈরি করেছেন কাজী হায়াৎ নিজেই। আগামী সপ্তাহে মগবাজারের একটি স্টুডিওতে শাকিব খানের পুঁথি পাঠের রেকর্ড হবে। এটি ২০১৯ সালে শাকিব খানের প্রথম চলচ্চিত্রের কাজ হবে। সমসাময়িক মাদক সন্ত্রাস আর বাস্তবধর্মী কিছু প্রেক্ষাপট নিয়ে ছবির গল্প গড়ে উঠেছে।

তবে এবারই প্রথম নয়, অভিনয়ের সুবাদে এর আগেও গানে কণ্ঠ দিয়েছিলেন ঢালিউডের নাম্বার ওয়ানখ্যাত চিত্রনায়ক শাকিব খান। মালেক আফসারীর ‘মনের জ্বালা’ চলচ্চিত্রে প্লেব্যাকের মধ্য দিয়ে গায়ক হিসেবে তার আত্মপ্রকাশ। দীর্ঘ সময় পর আবারও গানে কণ্ঠ দিতে যাচ্ছেন শাকিব খান।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –