• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

শুভ জন্মদিন

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮  

জনপ্রিয় নাট্যাভিনেতা এফ এস নাঈমের আজ জন্মদিন। দিবাগত রাত থেকেই এ অভিনেতার বন্ধু-বান্ধব, আত্নীয়-স্বজনের পাশাপাশি তার ভক্তরা জানাচ্ছেন জন্মদিনের শুভেচ্ছা। সামজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন। এ অভিনেতার জন্মদিনে  রইল অনেক অনেক শুভেচ্ছা।এফ এস নাঈম ঢাকায় জন্মগ্রহণ করেন। পৈতৃকি নিবাস ঢাকার শাজাহানপুরে। তার বাবার নাম আব্দুল ওয়াদুদ ও মা নাসিমা ওয়াদুদ। দুই ভাইবোনের মধ্যে ছোট বোনের নাম নাদিয়া ওয়াদুদ।

নাঈম মাধ্যমিক পাশ করেন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে। উচ্চমাধ্যমিক পাশ করেন কোডা থেকে। পরবর্তীতে তিনি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করেন। প্রিয় বই শেষের কবিতা। প্রিয় খাবার মোরগ পোলাও। প্রিয় রং সাদা। তিনি সুন্দর জায়গায় ঘুরতে ভালোবাসেন।

জন্মদিন কিভাবে কাটাচ্ছেন সে বিষয়ে নাঈম বলেন, সকালে উঠে আমি আর আমার সহধর্মিনী (অভিনেত্রী নাদিয়া আহমেদ) আরটিভির একটি অনুষ্ঠানে অংশ নিয়েছি। এরপর একসঙ্গে নাস্তা করে শপিং করছি। শপিং শেষ করে আম্মার কাছে যাব, সেখানে থাকবো কিছুক্ষণ। এরপর ভাগ্নে-ভাগিনাদের নিয়ে শপিংয়ে বের হবো।

জন্মদিনের স্পেশাল কোন প্ল্যান আছে কিনা জনাতে চাইলে এ অভিনেতা বলেন, আমার ভাগ্নে মুয়াজের বয়স মাত্র তিন বছর। তার কাছ থেকে শুনেছি, এক সারপ্রাইজ প্রোগ্রাম আছে। মুয়াজ আমাকে বলেছে, মামা তোমার জন্য সারপ্রাইজ আছে। এছাড়াও নাদিয়ারও কিছু সারপ্রাইজ প্ল্যান রয়েছে।

 

1.শুভ জন্মদিন নাঈম

এ অভিনেতা জানান, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় থেকে এখন পর্যন্ত শাহাদাতুল ইসলাম কল্যাণ ও অ্যাল্ডেম ফারুকী সঙ্গে বন্ধুত্বটা বেশ দৃঢ়। ফারুকী দেশেই থাকেন। কিন্তু কল্যাণ সপরিবারে অষ্ট্রেলিয়া থাকেন। প্রিয় বন্ধু নাঈমের জন্মদিনে তিন বন্ধু একসঙ্গে চুটিয়ে আড্ডা দেবেন বিধায় সপরিবারে চার বছর পর কল্যাণ দেশে এসেছেন। জন্মদিনে তারসঙ্গে আড্ডা দেবেন কল্যাণ ও ফারুকী।

এদিকে, নাঈম তার ভক্তদের উদ্দেশ্যে বলেন, কাল রাত থেকে অনেকেই ফেসবুকে, ম্যাসেঞ্জার, ফোনে শুভেচ্ছা জানাচ্ছেন। তাদের উদ্দেশ্য বলবো দর্শকদের জন্যই আমরা। আপনাদের এ ভালোবাসা যেন সারা জীবন পাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

নাঈমকে সর্বশেষ নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় ‘কাগজের ফুল’ ধারাবাহিক নাটকে অভিনয়ে দেখা যায়। এরইমধ্যে তিনি সরদার রোকনের ‘তোমার আমার গল্প’, শহীদুন্নবীর ‘লাকি কুপন’ এবং আবু হায়াত মাহমুদের একটি খ- নাটকের কাজ শেষ করেছেন। আজ জন্মদিন উপলক্ষ্যে কোন শুটিং রাখেননি তিনি। তবে আগামী বেশ কিছুদিন টানা তিনি নজরুল ইসলাম রাজু, সৈয়দ শাকিল, তপু, শাহনেওয়াজ শাওন, সাদাত রাসেলসহ আরো বেশ কয়েকজন নির্মাতার নাটকে অভিনয় করবেন।

নাঈম অভিনয়ের পাশাপাশি বেশ ভালো গান করেন। এক সময়ে এ অভিনেতার ব্যান্ড দল ছিল। চলতি বছরে ‘তোমাকে’ শিরোনামের একটি গান প্রকাশ করেন তিনি। শিগগিরই আরো একটি নতুন গান নিয়ে হাজির হচ্ছেন দর্শকপ্রিয় এ অভিনেতা।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –