• শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ২০ রবিউস সানি ১৪৪৬

পথ শিশুদের জন্য কন্ট্রিবিউটর খুঁজছেন তারা

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮  

জাকিয়া সুলতানা লুনার গল্পে ‘কাঠ পুতুলের গল্প’ নামের নাটক নির্মাণ করছেন অনন্য ইমন। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শ্যুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। এতে ইহান চরিত্রে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ এবং তিথি চরিত্রে তানজিন তিশা।

নাটকটির গল্পে দেখা যাবে, মেডিকেল কলেজ ছাত্রী তিথি। লেখাপড়ার ফাঁকে ফাঁকে পথশিশুদের জন্য কন্ট্রিবিউটর খুঁজে বেড়ায় শহরের অলিগলিতে। ঘটনাক্রমে তিক্ততার মধ্য দিয়ে তিথি’র সঙ্গে পরিচয় ঘটে কর্পোরেট আইডল ইহানের। তিথিকে ভালোবেসে বিয়ের প্রস্তাব দেয় ইহান। ঠিক তখনই তিথির একটি অতীত সামনে আসে। ভালোবাসার মূল্যায়ন করতে ইহান সব মেনে নিয়ে তিথিকে বিয়ে করে।

তিথির অতীত জানতে পেরে নীলিমাকে বিয়ে করতে প্রেসার দেয় ইহানের মা। ইহান কোনভাবে মায়ের কথায় রাজি হয় না। এদিকে ইহানের মায়ের কথামত সর্ম্পক শেষ করার তাগিদে ইহানকে এড়িয়ে চলতে শুরু করে তিথি। শুরু হয় ক্লাইম্যাক্স। বেজে ওঠে বিচ্ছেদের সুর। তিথি-ইহানের সংসার ভাঙার এক পর্যায়ে তিথি বুঝতে পারে সে মা হতে যাচ্ছে। তিথি ইহান কে অন্তঃসত্ত্বার কথা জানাতে চাইলে জেনে যায় ইহানের মা। এমনি গল্পে এগিয়েছে নাটকের দৃশ্য।

এ নাটকটিতে ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিলি বাসার ও সজিব আরেফিনসহ অনেকে।

নির্মাতা অনন্য ইমন জানান, শিগগিরই ‘কাঠ পুতুলের গল্প’ নাটকটি গাজী টিভিতে সম্প্রচারিত হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –