• শুক্রবার ২৮ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৪ ১৪৩১

  • || ২০ জ্বিলহজ্জ ১৪৪৫

মেটার ‘লামা ৩’ চ্যাটবট যেভাবে ব্যবহার করবেন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুন ২০২৪  

কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ে দুনিয়াজুড়ে হইচই। ইতিমধ্যে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠাগুলো এআই পরিষেবা নিয়ে বেশ দৌড়ঝাঁপ করছে। মার্ক জাকারবার্গও এই দৌড়ে পিছিয়ে নেই। কিছুদিন আগেই মেটা এআই চ্যাটবট লঞ্চ করেছিল সংস্থা। এবার সেটি ভারতে লঞ্চ করলেন মার্ক জাকারবার্গ। ভারতীয়দের জন্য ফেসবুক, হোয়াটসঅ্যাপে চালু হলো মেটা এআই চ্যাটবট।

লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে তৈরি মেটার ‘লামা ৩’ চ্যাটবট। মেটার নতুন এআই রোবটের মাধ্যমে নানা টাস্ক করতে পারবেন ব্যবহারকারীরা। চ্যাটজিপিটি, জেমিনি এবং কোপাইলটের মতোই জবাব দেবে মেটা এআই চ্যাটবট। 

‘লামা ৩’ দিয়ে কী কাজ করানো যাবে?

নির্দিষ্ট কোনো রেস্তোরাঁ খুঁজে দেওয়া, ট্রিপ প্ল্যানিং, হোমওয়ার্ক করে দেওয়াসহ একাধিক কাজ করানো যাবে এই চ্যাটবট দিয়ে। পাশাপাশি মেসেজ, ই-মেইল, সিভি, নিবন্ধ ইত্যাদি তৈরি করার ক্ষেত্রেও সাহায্য নিতে পারেন মেটা এআই চ্যাটবটের। এছাড়াও এআই ছবি তৈরি করা, খবরের সংক্ষিপ্ত বর্ণনা জানা এবং ব্যবসার জন্য নতুন আইডিয়া জেনারেট করার মতো টাস্ক করানো যাবে।

কীভাবে ব্যবহার করতে হবে?

ফেসবুকে সার্চ অপশনে ভিজিট করতে হবে। সেখানেই থাকবে ‘Ask Meta AI anything’ অপশন। এতে ট্যাপ করলেই খুলে যাবে চ্যাটবট। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারেও সার্চ অপশনে আসতে পারে এআই চ্যাটবট। ধরুন, মেসেঞ্জারে কাউকে অভিনব কিছু পাঠাতে চান অথবা ফেসবুকে এআই ছবি পোস্ট করতে চান, সেক্ষেত্রে সাহায্য নিতে পারেন মেটা এআই চ্যাটবটের।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –