• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

‘সব শিক্ষার্থীর ই-বুক অ্যাকসেস নিশ্চিত করা হবে’

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৩  

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সব শিক্ষার্থীর ই-বুক, ই-জার্নাল ও ই-লাইব্রেরিতে অ্যাকসেস নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন উপাচার্য মো. মশিউর রহমান।

তিনি বলেন, ‘ডিজিটাল সব সুবিধা আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে চাই, যেন তারা সহজেই লার্নিং ম্যাটেরিয়ালসের সুবিধা ভোগ করতে পারে। এ কারণে আমরা গোটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের (এলএমএস) ডিপিপি নিয়ে কাজ করছি। এটি চূড়ান্ত হয়ে গেলে শিক্ষায় বড় পরিবর্তন আসবে। এরই মধ্যে আমরা গুগল ওয়ার্কস্পেস ফর এডুকেশনের আওতায় চার লাখ শিক্ষার্থীকে নতুন অফিশিয়াল ই-মেইল আইডি দিয়েছি। পর্যায়ক্রমে সবাইকে এই নেটওয়ার্কের আওতায় আনা হবে।’ 

বুধবার বিকেলে অনলাইন প্ল্যাটফরম জুম অ্যাপের মাধ্যমে এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসব কথা বলেন। এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) অধীন জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের ৩০তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

মো. মশিউর রহমান বলেন, ‘আমরা ব্লেন্ডেড এডুকেশনের দিকে যাচ্ছি। আগামী ২০ থেকে ৫০ বছর পর শিক্ষাব্যবস্থা কোন দিকে যাবে, আমরা কেউ জানি না। ফিজিক্যাল স্ট্রাকচার আদৌ প্রয়োজন হবে কি না, সেটি ভাবনার বিষয়। সব কিছু মিলিয়ে আমাদের মাস্টারপ্ল্যান করতে হবে। সেই মাস্টারপ্ল্যানও আগামী ৫০ বছরকে সামনে রেখে করলে হবে না। কারণ সময় খুব দ্রুত পাল্টে যায়। শিক্ষা, শিক্ষা উপকরণসহ যাবতীয় ব্যবস্থাপনা ঠিক ২০ বছর পর কোথায় গিয়ে দাঁড়াবে, তা আমরা কেউ জানি না। সুতরাং টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে আমাদের।’  

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –