• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

হাবিপ্রবিতে বিএনসিসি কার্যক্রমের শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া শুরু 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মার্চ ২০২২  

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিএনসিসি কার্যক্রমের শিক্ষার্থী বাছাই প্রক্রিয়ার উদ্বোধন করা হয়েছে। গতকাল (৯ মার্চ) সকাল সাড়ে ১১ টায় হাবিপ্রবি স্কুল মাঠে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান উক্ত বাছাই প্রক্রিয়ার উদ্বোধন করেন। 

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং সেনাবাহিনীর সার্জেন্ট আল মামুন চৌধুরী ও সার্জেন্ট শরীফ নায়েম উপস্থিত ছিলেন। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান বলেন, বিএনসিসি এর মাধ্যমে তোমাদের মাঝে শৃঙ্খলাবোধ, দেশাত্মবোধ এবং দেশকে সেবা করার মানসিকতা তৈরি হবে। তোমরা যেহেতু হাবিপ্রবিতে বিএনসিসি এর প্রথম ব্যাচ তাই তোমাদের দায়িত্ব অনেক। তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে আনতে হবে। 

উল্লেখ্য, বাছাই প্রক্রিয়ায় প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে যার মধ্যে থেকে ২০ জন কে বাছাই করা হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –