• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

হাবিপ্রবি’র চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে সচিব   

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ মার্চ ২০২২  

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ১০তলা বিশিষ্ট একাডেমিক ভবন ও ৬তলা বিশিষ্ট মহিলা হলের কাজের অগ্রগতি পরিদর্শন ও সৌজন্য সভায় মিলিত হন তিনি।

পরিদর্শনের আগে সচিব মো. আবু বকর ছিদ্দীক হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামানের নেতৃত্বে প্রশাসনের দায়িত্বে থাকা ব্যক্তিদের সাথে ভিআইপি কনফারেন্স কক্ষে সৌজন্য সভায় মিলিত হন। সভায় ভাইস-চ্যান্সেলর প্রজেক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও গবেষণা সাফল্য তুলে ধরেন।

সরেজমিনে ক্যাম্পাসের চলমান দুটি উন্নয়ন কাজ পরিদর্শনে তার সাথে হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) প্রফেসর ড. এ. টি. এম. শফিকুল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তরিকুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. ইমরান পারভেজ ও পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) প্রফেসর ড. শ্রীপতি সিকদারসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সচিব মো. আবু বকর ছিদ্দীক উচ্চ শিক্ষার গুণগত উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি শিক্ষার্থী-শিক্ষকের সঠিক অনুপাত বজায় রেখে শিক্ষার্থীদের আবাসন, ল্যাব ও ক্যাম্পাসের পরিবেশ উন্নয়নের ওপর জোর দেন এবং বলেন, বর্তমান সরকার এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং প্রয়োজনীয় সব কিছু করবেন। পরে সচিব উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন এবং হাবিপ্রবি প্রশাসনের সাথে মতবিনিময় করে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমান এখানে স্নাতক পর্যায়ে ৮টি অনুষদের অধীনে ৪৫টি বিভাগের মাধ্যমে ২৩টি ডিগ্রি প্রদান করা হয়। বর্তমানে এখানে প্রায় ১২ হাজার শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন শাখায় লেখাপড়া করছেন।  

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –