• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

র‌্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে বেরোবি প্রশাসন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ মার্চ ২০২২  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) র‌্যাগিং করলে আইনানুগ যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী।

বেরোবি প্রক্টর বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন র‌্যাগিং দমনে খুবই কঠোর। কোনো শিক্ষার্থীকে র‌্যাগিং করার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বেরোবি প্রক্টর আরও বলেন, আগামী ২ মার্চ ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের স্ব স্ব বিভাগে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে। আমরা চাই না কোনো শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার শুরুতেই তিক্ত অভিজ্ঞতা হোক। আমি আশা করছি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবীনদের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –