• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

বেরোবি শিক্ষার্থীর ‘এক মুঠো সুখ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন     

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী তরুণ কবি আল আমিন ইসলামের প্রথম একক কাব্যগ্রন্থ ‘এক মুঠো সুখ’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।  

রোববার (২০ফেব্রুয়ারি ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের গ্যালারী রুমে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেলাল উদ্দীন, সহকারী অধ্যাপক শাফিউল ইসলাম, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান,সহযোগী অধ্যাপক জনি পারভীন।

“একমুঠো সুখ” কাব্যগ্রন্থের কবিতাগুলো জীবন বাস্তবতার সবচেয়ে কাছাকাছি তিক্ত সত্যগুলো উপস্থাপন করেছে। চলমান পরিস্থিতি থেকে শুরু করে মানুষের নিকটতম আবহকে সাদরে আহ্বান করে চরণে চরণে শব্দের গাঁথুনিতে স্থান পেয়েছে অজস্র না বলা, অব্যক্ত আর্তনাদ। প্রেমের অমৃত নির্যাসের অনুসন্ধান করেছে ‘একমুঠো সুখ’ কাব্যগ্রন্থের কিছু কবিতা।

বইটি প্রসঙ্গে কবি আল আমিন ইসলাম জানান, এটি আমার প্রথম কাব্যগ্রন্থ। ‘একমুঠো সুখ’ কাব্যগ্রন্থটি মানুষের মন, বাস্তবতা, মনস্তত্ব, রোমান্টিকতার বিষয়গুলোকে উপজীব্য করে রচিত হয়েছে। আশা করছি কাব্যগন্থটি পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –