• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

বেরোবিতে ভর্তিযুদ্ধে আসনপ্রতি প্রতিযোগিতা করবেন ২২ জন 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান), বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ প্রোগ্রামে ৬টি অনুষদভুক্ত ২২টি বিভাগে মোট ১ হাজার ৩৯৫ আসনের বিপরীতে ভর্তির আবেদন করেছে ৩১ হাজার ১শ’ ০১ জন শিক্ষার্থী। অর্থাৎ আসনপ্রতি প্রতিযোগিতা করবেন ২২ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ‘ডেইলি বাংলাদেশ’কে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো: মিজানুর রহমান।

তিনি বলেন, শুক্রবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় ভর্তি ভর্তি পরীক্ষা কমিটির মিটিংয়ে কবে নাগাদ মেরিট লিস্ট দেওয়া হবে এবং ভর্তি পরীক্ষার রেজাল্টের বিষয়ে আলোচনা করার পর জানানো হবে।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর অনলাইনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হয়ে চলে ১৫ ডিসেম্বর পর্যন্ত রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। পরে আরো এক দফায় সময় বাড়িয়ে ২৬ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সুযোগ দেয়া হয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –