• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

ছাত্রলীগের হাবিপ্রবি শাখা সভাপতি-সম্পাদক হতে আগ্রহী ২৮৯   

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১  

   
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক হতে আগ্রহী ২৮৯ জন। উল্লেখ্য, গত ২৭ নভেম্বর হাবিপ্রবির কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ছাত্রলীগ।

গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় নেতাদের কাছে সভাপতি-সম্পাদক হতে ইচ্ছুক ২৮৯ নেতা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। তাদের মধ্যে ১০ ছাত্রী এবং ২৭৯ ছাত্র রয়েছেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা সম্পাদক আব্দুল্লাহ হীল বারী বলেন, ক্যাম্পাসে কমিটি গঠনে কাজ চলছে। হাবিপ্রবিতে আগ্রহী ২৮৯ জনের জীবনবৃত্তান্ত জমা পড়েছে।

কমিটি কবে গঠন হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর (৪ জানুয়ারি, ২০২২) আগেই কমিটি গঠনের চেষ্টা চলছে।

কেন্দ্রীয় কমিটির উপ-ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান বলেন, অনেক বড় একটি দায়িত্ব নিয়ে হাবিপ্রবিতে এসেছি। দীর্ঘ ১১ বছর পর ক্যাম্পাসে কমিটি ঘোষণা হতে যাচ্ছে। যাচাই বাছাই করে সেরা প্রার্থী নির্বাচন করা হবে।

তিনি আরও বলেন, মাদকাসক্ত বা মামলায় জড়িত কাউকে কমিটিতে স্থান দেওয়া হবে না।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –