• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

ওমিক্রনের ঠেকাতে হাবিপ্রবিতে বাড়তি সতর্কতা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১  

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বাড়তি সতর্কতা জারি করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন। গতকাল ৮ ডিসেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামানের আদেশক্রমে রেজিস্ট্রার ডা. ফজলুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ এর সংক্রমণ দেখা দেওয়ায় সকলের অধিকতর সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। নতুন এই ভ্যারিয়েন্টটি ডেল্টা ভ্যারিয়েন্ট হতে অধিক সংক্রামক হওয়ায় এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। 'ওমিক্রন' এর সংক্রমণ রোধকল্পে রোগ নিয়ন্ত্রণ শাখা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক কতিপয় নির্দেশনাসহ সতর্কপত্র জারী করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে উক্ত নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, করোনার নতুন ভ্যারিয়েন্ট 'ওমিক্রন' এর সংক্রমণ রোধে এবং অধিকতর সতর্কতার অংশ হিসেবে  ১৫ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –