• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

‘বাল্যবিয়ের শিকার শিক্ষার্থীদের স্কুলে ফেরাতে কাজ করছি’

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১  

নতুন বছরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুরোদমে ক্লাস শুরু হবে বলে আশা প্রকাশ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এখন আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসের সংখ্যা বাড়াতে পারছি না। নতুন বছর শুরু হলে এবং তখন সংক্রমণ আরো কমে গেলে আমরা আশা করছি ক্লাসের সংখ্যা বাড়াতে পারবো।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনার্স কোর্সের পাশাপাশি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যাতে শিক্ষার্থীরা নিজেদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারেন। পাশাপাশি দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করতে পারেন। 

করোনা মহামারিতে বাল্যবিয়ের শিকার শিক্ষার্থীদের নিয়ে মন্ত্রী বলেন, করোনা অতিমারির কারণে কিছু প্রত্যন্ত অঞ্চলে দেখা গেছে স্বাভাবিক সময়ের চেয়ে বাল্যবিয়ে বেশি হয়েছে। সেই জায়গায় আমরা চেষ্টা করছি, সেই বাল্যবিয়ে হয়ে যাওয়া মেয়েদের আবার ক্লাসে ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। তারা অনেকেই স্থানান্তরিত হয়ে গেছে। অতিমারির কারণে এক শহর থেকে আরেক শহরে বা শহর থেকে গ্রামে চলে গেছে। স্থানান্তরিত হলেও তারা যেখানেই আছে সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে তারা ক্লাসে অংশগ্রহণ করেন সেজন্য আমরা চেষ্টা করছি।

ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত অনুষ্ঠানে উদযাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –