• রোববার ২০ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৫ রবিউস সানি ১৪৪৬

যেভাবে হবে বেরোবির স্থগিত পরীক্ষা 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জুন ২০২১  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্থগিত সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনলাইনে জুম সেবার মাধ্যমে অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেন বেরোবি অনলাইন পরীক্ষা নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ড. মিজানুর রহমান।

ড. মিজানুর রহমান আরও বলেন, অসমাপ্ত পরীক্ষার প্রশ্নপত্র আগেই আগেই তৈরি করা আছে। এ পরীক্ষাগুলোর প্রশ্নের ধরন ও নম্বর বণ্টনে কোনো পরিবর্তন হবে না।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা ‘জুম’ সেবা ব্যবহার করে ডিভাইস সামনে রেখে নির্দিষ্ট সময়ে অনলাইনে পরীক্ষায় অংশগ্রহণ করবে। অনলাইনে প্রশ্নপত্র সরবরাহ করা হলে শিক্ষার্থীরা নিজস্ব খাতায় উত্তর লিখবে। দায়িত্বরত শিক্ষক সবার নজর রাখবেন। পরীক্ষা শেষ হলে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে উত্তরপত্র ইমেজ আকারে পাঠিয়ে দেবে।

বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনালের ফরম পূরণ ও নিয়মিত পরীক্ষা অনলাইনে কীভাবে হবে? এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত বছরের মার্চ মাস থেকে বন্ধ আছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। চলতি বছরের শুরুতে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হলেও তা আবার বন্ধ করা হয়।

২৪ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা করে আগামী ৪ জুলাই স্থগিত পরীক্ষা ও আগস্ট মাস থেকে নিয়মিত সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –