• রোববার ২০ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৪ ১৪৩১

  • || ১৫ রবিউস সানি ১৪৪৬

দিনাজপুরে লকডাউনের কারণে হাবিপ্রবির সব পরীক্ষা স্থগিত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ জুন ২০২১  

দিনাজপুর সদর উপজেলা লকডাউন ঘোষণার কারণে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

গতকাল সোমবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. ফজলুল হক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তের আলোকে ১৫ থেকে ২১ জুন পর্যন্ত দিনাজপুর সদর উপজেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে।

ফলে লকডাউন ঘোষিত এলাকার মধ্যে সব প্রকার পরিবহন/ গণপরিবহন বন্ধ থাকবে। অত্র বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা সমূহ লকডাউন চলাকালীন সময় পর্যন্ত স্থগিত করা হলো। লকডাউনের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী অবশিষ্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্থগিতকৃত পরীক্ষাসমূহ পরবর্তীতে যত দ্রুত সম্ভব নতুন প্রকাশিতব্য রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –