• রোববার ২০ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৪ ১৪৩১

  • || ১৫ রবিউস সানি ১৪৪৬

বেরোবিতে ভুয়া নিয়োগপত্র প্রদানের অভিযোগে তদন্ত কমিটি গঠন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২১  

ভুয়া নিয়োগপত্র প্রদানের অভিযোগের প্রেক্ষিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর ১ কর্মকর্তা ও ২ কর্মচারীর এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বেরোবি’র সহকারী প্রক্টর ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাসুদ-উল-হাসানকে দিয়ে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রæয়ারি, ২০২১) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও-এর নির্দেশে রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল এএফডব্লিউসি, পিএসসি (অব.) স্বাক্ষরিত এক আদেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়। 

গঠিত তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবেন পিএ টু ভিসি ও সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –