• রোববার ২০ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৪ ১৪৩১

  • || ১৫ রবিউস সানি ১৪৪৬

‘শিক্ষক-শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করেই স্কুল-কলেজ খোলা হবে’ 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২১  

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেছেন, সব শিক্ষার্থী ও শিক্ষকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পরই স্কুল-কলেজ খুলে দেয়া হবে। এ লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হচ্ছে। সার্বিক বিষয়গুলো বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হবে।

শুক্রবার বিকেলে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অডিটোরিয়ামে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাউশি মহাপরিচালক বলেন, যত দ্রুত সম্ভব স্কুল-কলেজ খুলে দেয়ার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে  শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কিছু নির্দেশনা দেয়া হয়েছে। সে মোতাবেক প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।

এর আগে, সিলেটের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –