• রোববার ২০ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৪ ১৪৩১

  • || ১৫ রবিউস সানি ১৪৪৬

জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন বেরোবি’র ১৯ শিক্ষক-কর্মকর্তা 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১  

মহান বিজয় দিবসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের  (বেরোবি) স্বাধীনতা স্মারক চত্বরে জাতীয় পতাকা বিকৃতির  ঘটনায় দেশ ও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ১৯ শিক্ষক-কর্মকর্তা।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৭৫তম বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী পতাকা বিকৃতির ঘটনার জন্য ওই শিক্ষক-কর্মকর্তাগণকে পত্র দিয়ে সর্বোচ্চ সতর্ক করা হয়েছে এবং দেশ ও জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁরা প্রত্যেকে ক্ষমা চেয়ে উপাচার্যের কাছে লিখিত বক্তব্য প্রদান করেন। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ক্ষমা চেয়ে বক্তব্য প্রদানকারী শিক্ষক-কর্মকর্তাবৃন্দ হলেন- সিন্ডিকেট সদস্য, বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ নুর আলম সিদ্দিক, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শাহজামান, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ রশীদুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী প্রক্টর মোঃ ছদরুল ইসলাম সরকার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর প্রদীপ কুমার সরকার, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক জনাব চালর্স ডারউইন, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মোঃ মাসুদ-উল-হাসান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাম প্রসাদ বর্মণ, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক এবং শহীদ মুখতার ইলাহী হল-এর  সহকারী প্রভোস্ট মোঃ শামীম হোসেন, রসায়ন বিভাগের প্রভাষক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল-এর সহকারী প্রভোস্ট মোস্তফা কাইয়ুম শারাফাত, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব আবু সায়েদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোঃ রহমতুল্লাহ্, ইতিহাস ও প্রতœতত্ত¡ বিভাগের প্রভাষক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল-এর সহকারী প্রভোস্ট সোহাগ আলী এবং পরিসংখ্যান বিভাগের সেকশন অফিসার (গ্রেড-১) জনাব শুভঙ্কর চন্দ্র সরকার।

প্রসঙ্গত, মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিভিন্ন পদে থাকা শিক্ষক ও কর্মকর্তা ১৫-২০ জন মিলে ক্যাম্পাসে অবস্থিত স্বাধীনতা স্মারকে শ্রদ্ধা নিবেদনের নামে বিকৃত জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতা স্মারকে দাঁড়িয়ে ছবি তোলেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ছবি পোস্ট করলে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় মহানগর ছাত্রলীগের সাধারণ স¤পাদক শেখ আসিফ ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফ বাদী হয়ে নগরীর তাজহাট থানায় দুটি পৃথক মামলা দায়ের করেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –