• রোববার ২০ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৪ ১৪৩১

  • || ১৫ রবিউস সানি ১৪৪৬

বেরোবিতে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে সফট লোন বিতরণ 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২১  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে সফট লোন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত জুম মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ।

ছয়টি অনুষদের ২১টি বিভাগের আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে এই লোন বিতরণ করা হয়।  

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত জুম মিটিং-এ বিশেষ অতিথি ছিলেন- অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান। 

সভায় উপাচার্যের একান্ত সচিব (উপ-রেজিস্ট্রার, একাডেমিক) মোঃ আমিনুর রহমান, ক্যাশ ও স্টুডেন্ট শাখার উপ-পরিচালক মোঃ মোত্তালেব হোসেন আর্থিকভাবে অস্বচ্ছল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মার্ট ফোন ক্রয়ের জন্য সফট লোনের বিস্তারিত তুলে ধরেন। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –