• রোববার ২০ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৪ ১৪৩১

  • || ১৫ রবিউস সানি ১৪৪৬

বেরোাবিতে গৃহ নির্মাণ ঋণ প্রদানে সমঝোতা স্মারক স্বাক্ষর

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০  

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ নীতিমালা-২০১৯ এর আওতায় গৃহ নির্মাণ ঋণ প্রদান কার্যক্রম শুরু করার লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর, জনতা ব্যাংক লিমিটেড ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সঙ্গে ত্রি-পক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর, ২০২০) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

ত্রি-পক্ষীয় সমঝোতা স্মারক চুক্তিতে বেরোবি’র পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ, জনতা ব্যাংকের এমডি এন্ড সিইও মোঃ আব্দুছ ছালাম আজাদ এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ এখলাছুর রহমান স্বাক্ষর করেন ।

এসময় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সহজ শর্তে গৃহ নির্মাণ ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন বেরোবি ভাইস-চ্যান্সেলর।

তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং নিজ কর্ম সম্পাদনে আরো উৎসাহিত করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন বেরোবি ভিসি মহোদয়ের একান্ত সচিব (উপ-রেজিস্ট্রার, একাডেমিক) মোঃ আমিনুর রহমান, জনতা ব্যাংক লিমিটেডের রংপুর লালবাগ বাজার শাখার ম্যানেজার মোঃ গোলাম সারোয়ার এবং অর্থ বিভাগের উপ-সচিব মোছাঃ নাজনীন সুলতানা।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –