• সোমবার ২১ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৪ ১৪৩১

  • || ১৬ রবিউস সানি ১৪৪৬

অবশেষে হাবিপ্রবি প্রশাসনের আর্থিক সহায়তা পাচ্ছেন ৬০০ শিক্ষার্থী 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২০  

প্রতিশ্রুতির দীর্ঘ দুই মাস পর দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( হাবিপ্রবি )  প্রশাসনের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত ৬০০ শিক্ষার্থীর মাঝে নগদ এককালীন আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।

আজ বুধবার (৯সেপ্টেম্বর) ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানানো হয়। এতে বলা হয়, বিগত ২১-০৫-২০২০ খ্রী. প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত করোনাভাইরাস এর প্রাদুর্ভাব মোকাবিলার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পারিবারিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের এককালীন আর্থিক প্রণোদনা প্রদান সংক্রান্ত যে আবেদন গ্রহণ করা হয়েছিলো। তা যাচাই-বাছাই শেষে ৬০০ জন ছাত্র-ছাত্রীকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত ছাত্র-ছাত্রীদের প্রদত্ত মোবাইল নম্বরে প্রণোদনা প্রাপ্তির বিষয়টি জানানো হবে এবং নির্বাচিত আবেদনকারীর প্রদত্ত বিকাশ নম্বরে প্রণোদনা হিসেবে নির্ধারিত টাকা প্রদানের প্রক্রিয়া অনতিবিলম্বে শুরু হবে।''

প্রণোদনা প্রদানের বিষয়ে হাবিপ্রবির শিক্ষার্থী লিটন বলেন , বিভিন্ন সময়ে অর্থ সহায়তা দেয়ার কথা গুঞ্জন উঠেছিলো। কিন্তু বিষয়টি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। যাই হোক অশেষে যেহেতু অর্থ সহায়তা দিচ্ছে সেহেতু যারা প্রকৃতপক্ষে এই টাকাটা পাওয়ার দাবিদার তারাই যেনো পায়। তবে এটি আরো আগে দিলে ভালো হতো। তবে বিলম্ব হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এমন উদ্যোগ গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।''
 
এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড.ইমরান পারভেজ জানান, মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আবেদনে সাড়া দিয়ে করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তা প্রদানের জন্য সম্মতি প্রদানের জন্য। স্যারের সার্বিক দিক নির্দেশনা ও সহযোগিতায় আজ নির্বাচিত অনুদানপ্রার্থীদের মধ্যে সহায়তার অর্থ তাদের প্রদত্ত বিকাশ নাম্বারে পৌঁছে দেয়ার কাজ চলছে । আশা করছি প্রাপ্ত অর্থ শিক্ষার্থীরা তাদের একাডেমিক কাজে ব্যবহার করবে।''

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –