• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

ভিকারুননিসা স্কুলের ৩ শিক্ষক বরখাস্ত এবং এমপিও বাতিল

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮  

ভিকারুননিসা শিক্ষার্থী অরিত্রি অধিকারীকে ‘আত্মহত্যায় প্ররোচনা’র অভিযোগের প্রমান পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তিন সদস্যের কমিটি।বুধবার দুপুরে মন্ত্রনালয়ে এসব বিষয়ে সাংবাদিকদের জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মন্ত্রী বলেন, প্রতিবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শ্রেণি শিক্ষিকা হাসনা হেনাকে বরখাস্ত করার সুপারিশ করেছে কমিটি।

নাহিদ জানান, প্রতিবেদন পর্যালোচনা করে তাদের বরখাস্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ভিকারুননিসার এমপিও বাতিল করাসহ বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে ওই প্রতিবেদনে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –