• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

বাংলাদেশ ইউনিভার্সিটি বিতর্কে বিজয়ী

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার রাজধানীর এফডিসিতে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রার্থী ও জনগণ নাকি নির্বাচন কমিশনের ভূমিকা বেশি শীর্ষক এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে এ বিতর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি বিজয়ী হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পোস্টের প্রধান সম্পাদক শরিফ শাহাবউদ্দিন। স্পীকার হিসেবে অনুষ্ঠানটি পরিচালনা করেন আয়োজক সংগঠক ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিজয়ী দল বাংলাদেশ ইউনিভার্সিটির বক্তারা হলেন- আবির কালাম আজাদ, আজিজুল হক ও মো. রিয়াজ হোসেন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন- অধ্যাপক আবু মোহাম্মদ রইস, আইরিন বাশার রিফাত, ড. এসএম মোর্শেদ, ফ্রী-ল্যান্স সাংবাদিক জাহিদ রহমান, সিপিডির যুগ্ম পরিচালক অভ্র ভট্টাচার্য। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –