• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমরণ অনশনে শিক্ষার্থীরা

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত পদার্থ ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগকে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সাথে একিভূতকরণের দাবিতে আমরণ অনশনে এপিইই বিভাগের শিক্ষার্থীরা।

প্রকৌশল অনুষদের সভায় ‘দুই বিভাগ একিভূত হচ্ছে না’ এমন সিদ্ধান্তের কথা জানতে পেরে রোববার আমরণ অনশনের ঘোষণা দিয়েছিলেন তাঁরা। ঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে অনশনে বসেন এপিইই বিভাগের শিক্ষার্থীরা। এরই মধ্যে পাঁচ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।

 

1.রাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা

তবে বিভাগ একিভূত হবে কি হবে না সে বিষয়ে বুধবার অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হবে। এদিকে ১৬ নভেম্বর থেকে ইইই বিভাগের শিক্ষার্থীরা বিভাগ একীভূতকরণের বিপক্ষে পাল্টা অবস্থান কর্মসূচি পালন করে আসছে। তারাও তাদের দাবির পক্ষে অনড় থাকবেন বলে জানিয়েছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –