• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

ফ্রি ইন্টারনেট শিগগিরই কলেজ-বিশ্ববিদ্যালয়েসমূহে

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

৫৮৭টি সরকারি কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইনস্টিটিউটে শিগগিরই উচ্চগতির ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু হচ্ছে। ফলে শিক্ষার্থীরা স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন। 

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ কর্মসূচি বাস্তবায়ন করবে। ২ ডিসেম্বর থেকে প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হচ্ছে। সূত্র জানায়, ৫৮৭টি সরকারি কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইসস্টিটিউটের মধ্যে ঢাকা বিভাগে ১৪৩, ময়মনসিংহ বিভাগে ৩৫, চট্টগ্রাম বিভাগে ১০৭, বরিশাল বিভাগে ৪৫, খুলনা বিভাগে ৮৩, রাজশাহী বিভাগে ৮৫, রংপুর বিভাগে ৫৬ এবং সিলেটে বিভাগে ৩৩টি প্রতিষ্ঠান প্রাথমিকভাবে ফ্রি ওয়াই-ফাই সুবিধার আওতায় আসছে। সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –