• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

বাকৃবিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন, আসন শূন্য

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৮-১৯ সেশনে স্নাতক প্রথম বর্ষে মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ১ হাজার ২৩০ আসনের বিপরীতে ৯২৬ জন শিক্ষার্থী বিভিন্ন অনুষদে ভর্তি হয়েছেন। আসন শূন্য রয়েছে ৩০৪টি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শূন্য আসনগুলো হচ্ছে- ভেটেরিনারি অনুষদে ৩২, কৃষি অনুষদের কৃষিতে ৫৯ ও ফুড সেফটিতে ১০, পশুপালন অনুষদে ৩২, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদে ১০৭, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের কৃষি প্রকৗশলে ৩৩ ও ফুড ইঞ্জিনিয়ারিংয়ে ১৪ এবং মাৎস্যবিজ্ঞান অনুষদে ১৭টি।

জানা গেছে, অপেক্ষমাণ তালিকাভূক্ত প্রার্থীদের ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে। সেদিন রাত ৮টার মধ্যে রিপোর্টকৃত প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে অনুষদভিত্তিক ফল প্রকাশ করা হবে। ৬ ডিসেম্বর অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –