• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

`সারাদেশে আরো দুইশ` রেলবগি যুক্ত হচ্ছে`

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

ময়মনসিংহ রেলওয়ে প্লাটফর্মে মঙ্গলবার সকালে 'বাংলাদেশ রেলওয়ের সেবা ও নিরাপত্তা সপ্তাহ ২০১৮' এর উদ্বোধন হয়। বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সরদার সাহাদত আলী।

স্টেশন সুপার মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে ঢাকার সহকারী বাণিজ্যিক কর্মকর্তা খাইরুল কবীর, প্রনবেশ সরকার, ময়মনসিংহ রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, আইআরপি আব্দুল মান্নান, নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্নাসহ প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. মোশাররফ হোসেন, নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদুল হাসান রতনসহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আল আমীন ফরাজী। প্রধান অতিথির বক্তব্যে সরদার সাহাদত আলী বলেন, রেল যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় রেল যোগাযোগ ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতিতে সব কার্যক্রম চালুর প্রক্রিয়াও চলছে। গ্রাহক যাতে ঘরে বসে টিকিট পায় সেই লক্ষে আমাদের একটি এ্যাপ তৈরী করা হয়েছে যাতে যাত্রীরা ঘরে বসেই দেখতে পারবে কাউন্টারে টিকিট আছে কি না।

সেবার মান বাড়ানোর লক্ষ্যে এক বছরের মধ্যে সারাদেশে আরো দুইশ' রেলবগি যুক্ত হচ্ছে। ২০২২ সালের মধ্যে নতুন ইঞ্জিনও যুক্ত হবে। তবে জনবলের অভাব আমাদের রেলের প্রধান সমস্যা।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –