• রোববার ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৪ ১৪৩১

  • || ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

সম্পদের হিসাব দিতে হবে ইসি কর্মকর্তাদের

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪  

আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়। ইসি জানায়, সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে গত ১ সেপ্টেম্বর থেকে সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দাখিলে আরও ছাড় দেওয়ার প্রস্তাব
সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ
দুদক কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশের দাবি এইচআরপিবির
এ অবস্থায় নির্বাচন কমিশন সচিবালয় এবং এর আওতাধীন মাঠ পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নিমিত্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ছক ‘ক’, ‘খ’ ও ‘গ’ অনুযায়ী ৩০ জুন ২০২৪ তারিখ পর্যন্ত অর্জিত সম্পদ বিবরণী আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবশ্যিকভাবে দাখিল/প্রেরণের জন্য সূত্রোক্ত পত্রের ছায়ালিপি (নির্ধারিত ছক ‘ক’, ‘খ’ ও ‘গ’) সহ নির্দেশক্রমে পাঠানো হলো।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –