• শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ২০ রবিউস সানি ১৪৪৬

আসলামকে গ্রেফতার দেখানোর নির্দেশ

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮  

আহমদ শফীকে আটকের গুজব তুলে নাশকতা সৃষ্টির অভিযোগের মামলায় আসলাম চৌধুরীকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক এস এম শহীদুল্লাহ কায়সার এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) বিজন কুমার বড়ুয়া ডেইলি বাংলাদেশকে বলেন, হাটহাজারীতে নাশকতার অভিযোগে ২০১৩ সালে একটি মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেফতার দেখাতে তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করেন। তদন্ত কর্মকর্তা এস আই মিজানুর রহমানের আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর আসলাম চৌধুরীর আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

৬ মে হেফাজতের আমির আহমদ শফীকে ঢাকায় আটকে রাখার ‍গুজব উঠে। এ সময় হাটহাজারীতে সড়ক অবরোধের সময় পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষে ছয়জন নিহত হয়। এ ঘটনায় হাটহাজারী থানার মামলা করে পুলিশ। মামলায় ৫৩ জনের নামসহ অজ্ঞাতনামা চার-পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করা হয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –