• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

র‌্যাবের ভ্রাম্যমান আদালতে ৫ মানব পাচারকারীর সাজা

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮  

র‌্যাবের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে রাজধানীর মতিঝিল সাইমন এয়ার ট্রাভেলসের ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেছে। তারা হলেন, ট্রাভেলসের মালিক মো. কুদ্দুস ব্যাপারী, মো. রবিউল ইসলাম, মো. জাকির হোসেন, মো. মিন্টু ও মো. আরিফুল ইসলাম।

র‌্যাব জানিয়েছে, তারা মানব পাচারকারী চক্রের সদস্য। রোববার রাত ৮ টার দিকে তাদেরকে আটক করা হয়। এ সময় ভূয়া কাগজপত্র, পাসপোর্ট, বিদেশি মোবাইল সিম ও আন্তর্জাতিক মুদ্রাসহ বিপুল পরিমান সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্টেট সারওয়ার আলম। আদালতকে সহায়তা করে র‌্যাব-৩।

র‌্যাব-৩ এর মেজর আব্দুল্লাহ আল মারুফ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যে র‌্যাব-৩ জানতে পারে, মতিঝিলের সাইমন এয়ার ট্রাভেলসের মাধ্যমে জাল কাগজপত্র তৈরি করে অবৈধভাবে মালয়েশিয়ায় মানব পাচার করা হচ্ছে। এর আগে অভিযোগ পাওয়া যায় এই চক্রের সদস্যরা জুলাই মাসে ২৫ নারী ও পুরুষকে ইন্দোনেশিয়া থেকে সাগর পথে মালয়েশিয়ায় পাচার করে।

অনুসন্ধানে জানা গেছে, গত জুলাইতে ১৮ ব্যক্তিকে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে নেয়া হয়। কলকাতায় কয়েকদিন থাকার পর তাদের নেয়া হয় উড়িষ্যায়। সেখান থেকে বিমানযোগে ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ায় কয়েকদিন থাকার পর ওখানে আগে থেকে নেয়া কয়েকজনসহ ২৫ জনকে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়ায় নেয়া হয়েছে। পাচার করা এই নারী-পুরুষ ওখানে চরমভাবে নির্যাতিত ও নিপীড়িত হয়ে অবৈধভাবে অবস্থান করছে।

এসব তথ্যে রোববার রাতে র‌্যাবের ভ্রাম্যমান আদালত সাইমন এয়ার ট্রাভেলসে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে বিদেশে যাওয়ার বিপুল পরিমান জাল কাগজপত্র, ৪৮টি পাসপোর্ট, ৪৫০ ইউএস ডলার, ৪১ হাজার টাকা, ৭ লাখ ৮৭ হাজার ৬০০ ইন্দোনেশিয়ান রুপি, ৯৫ মালয়েশিয়ান রিংগিত, ইন্ডিয়ান রুপি মালয়েশিয়ার সিম কার্ড, বিএমইটি কার্ডসহ বিপুল পরিমান সরঞ্জমাদি উদ্ধার করে। পরে আদালতের কাছে আটককৃতরা দোষ স্বীকার করে। আদালত তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করে। আদালতের নির্দেশে প্রতিষ্ঠনটিকে সিলগালা করে বন্ধ করে দেয়া হয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –