• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার নির্দেশ সেনাব

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮  

দেশের অখণ্ডতা ও রাষ্ট্রীয় যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সেনা সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সেনানিবাসের এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে বগুড়া সেনানিবাসের ৪০ ইস্টবেঙ্গল রেজিমেন্টকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন।

সেনাবাহিনীতে আধুনিক অস্ত্র-সরঞ্জাম সংযোজনের পাশাপাশি যুগোপোযুগী ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এর পূর্বে পতাকা অর্জনকারী ইউনিটের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন জেনারেল আজিজ।

 

1.সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার নির্দেশ সেনাবাহিনী প্রধানের

উল্লেখ্য, বিশেষ কৃতিত্ব অর্জন করায় প্রতিষ্ঠার ৩৬ বছর পর ‘চিরঞ্জীব চল্লিশ’ নামের এই পদাতিক রেজিমেন্টটি জাতীয় পতাকা অর্জনের গৌরব লাভ করল। প্যারেড ও অনুষ্ঠানে রেজিমেন্টের ৩ শত ৪০ জন সদস্য অংশ নেন।

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ৩ জন সেনাবাহিনী প্রধান ছাড়াও চট্টগ্রামের এরিয়া ও ডিভিশন কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান সহ উর্ধ্বতন সেনা কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –