• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ২ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

এখন পর্যন্ত ১৮ হাজার আহতের তথ্য পেয়েছি : প্রেস সেক্রেটারি

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৪  

বৈষম্য বিরোধী আন্দোলনে এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি ছাত্র-জনতা আহত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি বলেন, আহত ও নিহতের তালিকা তৈরি করতে খুব ভালোভাবে কাজ করছে সরকার। প্রথমদিকে ছাত্ররা ছিল, পরে দেশব্যাপী সাধারণ মানুষ এই আন্দোলনে যুক্ত হয়। এজন্য এই তালিকা অনেক লম্বা হচ্ছে।

রোববার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র সংগঠক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, আজ প্রধান উপদেষ্টা বৈষম্য বিরোধী আন্দোলনের ১৫০ জনের কথা শুনেছেন। প্রধান উপদেষ্টা যখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের বর্ণনা দিচ্ছিলেন তখন সবাই হু হু করে কাঁদছিলেন। তিনি জানান, অনেকেই পুলিশি ঝামেলার কারণে ময়নাতদন্তের প্রক্রিয়ায় যাননি। ফলে সবার তথ্য সংগ্রহ করতে একটু বেগ পেতে হচ্ছে। অনেকেই জানাজার নামাজ তাড়াতাড়ি করেছেন পুলিশি ঝামেলার এড়াতে। সবগুলো তালিকা পাওয়ার পর একটি সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –