• রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ০১ রবিউস সানি ১৪৪৬

উন্নত চিকিৎসা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে সরকার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জুলাই ২০২৪  

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, দেশের সকল জেলা ও উপজেলার সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলোতে কী কী ত্রুটি আছে তা চিহ্নিত করা হচ্ছে। জনগণের উন্নত চিকিৎসা নিশ্চিতে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে সরকার।

শনিবার টাঙ্গাইল জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসক, নার্সসহ সব কর্মকর্তা-কর্মচারীকে রোগীদের প্রতি আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর সফল হয়েছে। ভারতে নরেন্দ্র মোদি নির্বাচিত হয়ে প্রথমে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে দাওয়াত করেছেন। শেখ হাসিনা তিস্তা চুক্তির বিষয়ে ভারত সরকারের সঙ্গে কথা বলেছেন। ভারত সরকার তিস্তার পানি বণ্টনের বিষয় আমাদের সহযোগিতা করবে।

এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপা, টাঙ্গাইল-৪ আসনের এমপি আব্দুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল-৫ আসনের এমপি মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়সারুল ইসলাম প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –