• শনিবার ০৬ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ২২ ১৪৩১

  • || ২৮ জ্বিলহজ্জ ১৪৪৫

শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক: অর্থমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জুলাই ২০২৪  

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর অফিস কক্ষে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইয়াংমিং ইয়ংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

‘প্রত্যয়’ স্কিম নিয়ে শিক্ষকদের চলমান আন্দোলনের কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না বলেও জানান মন্ত্রী।

মাহমুদ আলী আরো বলেন, বাংলাদেশের প্রত্যাশার চেয়ে বেশি আর্থিক সহায়তা দিচ্ছে এডিবি, যা অব্যাহত থাকবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, পহেলা জুলাই থেকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ‘প্রত্যয়’ স্কিম যাত্রা শুরু করেছে। সমাজের সর্বস্তরের মানুষকে একটি টেকসই পেনশন ব্যবস্থায় আনার লক্ষ্যে অন্যদের পাশাপাশি স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও তার অঙ্গ সংগঠনের প্রতিষ্ঠানের জন্য ‘প্রত্যয়’ স্কিম প্রবর্তন করা হয়েছে।

তবে ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –