• মঙ্গলবার ০২ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৮ ১৪৩১

  • || ২৪ জ্বিলহজ্জ ১৪৪৫

সরকারি হাসপাতালে সব সেবা মিলবে বিনামূল্যে: স্বাস্থ্যমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ জুন ২০২৪  

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিতে সমন্বয় প্রয়োজন। একই লক্ষ্য নিয়ে বিভিন্নজন বিভিন্ন দিক থেকে কাজ করলে ফলাফল ভালো হয় না। সব সরকারি হাসপাতালের উদ্দেশ্য সেবা দেওয়া। আর সরকারি হাসপাতালে সবকিছু বিনামূল্যেই হবে।

শনিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সম্মেলনকক্ষে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট আয়োজিত স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) সেবা উদ্বোধনী কর্মশালায় এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীকে সেবা দিয়ে থাকে তারা জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালের সঙ্গে সমন্বয় করে কাজ করলে, কার কী লাগবে এটার ভিত্তিতে কাজ করলে অধিকতর ফল পাওয়া যাবে।

তিনি আরো বলেন, এসএসকের মূল লক্ষ্য হওয়া উচিত সরকারি হাসপাতাল যেসব সুযোগ-সুবিধা নেই সেগুলো পূরণ করা। এক্ষেত্রে আগামী অর্থবছর থেকে আলাপ আলোচনা করে আয়ুষ্মান ভারতের আদলে এ কর্মসূচিকে এগিয়ে নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –