• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

‘সন্ত্রাস করলেই গ্রেফতার’

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ মে ২০২৪  

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, ভোটকেন্দ্রে গিয়ে কেউ প্রভাব বিস্তার বা সন্ত্রাসী কর্মকাণ্ড করলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হবে। ঐ ব্যক্তি যেই হোক, ছাড় দেওয়া হবে না। কোনো কেন্দ্রে একটি জাল ভোট পড়লে ঐ কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। পরে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার ভোলা জেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আহসান হাবিব বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিকের ওপর কেউ হামলা বা ক্যামেরা ভাঙচুর করলে তার ২-৭ বছর কারাদণ্ড দেওয়া হবে।

এ সময় ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –