• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

শান্তিরক্ষার দায়িত্বে সরকার সচেতন: আইনমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩  

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত। সেই গণতান্ত্রিক দেশে ভিন্ন অনেক মত থাকতে পারে, সেসব মতের লোকেরা কথা বলতে পারে।

তিনি বলেন, শেখ হাসিনার সরকারের কাছে জনগণের জানমাল রক্ষা এবং দেশের শান্তিরক্ষার দায়িত্ব দিয়েছে জনগণ। সে বিষয়ে আমরা সচেতন।  

বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহিলা ডিগ্রি কলেজের হলরুমে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।  

নির্বাচন পেছানো প্রসঙ্গে আনিসুল হক বলেন, বিষয়টি নির্বাচন কমিশন (ইসি) বলতে পারবে। আমি বলতে পারব না। আমার নির্বাচনী এলাকা কসবা-আখাউড়ার উন্নয়নে যা যা করা প্রয়োজন, তা করা হবে।

এ সময় কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র এম জি হাক্কানীসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –