• শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ২০ রবিউস সানি ১৪৪৬

বৃহস্পতিবার ইসিতে আপিল শুনানি শুরু

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮  

একাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে বাতিল হওয়া প্রার্থীদের আপিলের প্রেক্ষিতে শুনানি শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। তিন দিনব্যাপী শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)।
এর অংশ হিসেবে প্রথম দিনে (৬ ডিসেম্বর) শুনানি অনুষ্ঠিত হবে ১ থেকে ১৬০ পর্যন্ত আপিলকারীদের। দ্বিতীয় দিনে হবে ১৬১ থেকে ৩১০ পর্যন্ত এবং শেষ দিন হবে ৩১১ থেকে ৫৪৩ পর্যন্ত আপিলকারীর শুনানি। এতে নির্ধারিত দিনেই আপিলের শুনানি শেষ করে তা নিষ্পত্তি করবে ইসি।

এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী সারাদেশে মোট তিন হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়ে। যার মধ্যে বাতিল হয় ৭৮৬টি। আর বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে সোমবার (৩ ডিসেম্বর) থেকে শুরু হয় আপিল। এতে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে প্রথম দিনে আপিল করেন ৮৪জন প্রার্থী। দ্বিতীয় দিনে আপিল করেন ২৩৭জন এবং শেষ দিনে (আজ) করেন ২২২জন প্রার্থী। ফলে সব মিলিয়ে মোট আপিলকারী প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৫৪৩।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –