• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

হানাদার মুক্ত দিবস পালিত হল ফুলবাড়ীতে

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

দিনাজপুরের ফুলবাড়ীতে মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস ও মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী হয়েছে।

১৯৭১ সালের ৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে ফুলবাড়ীকে হানাদার মুক্ত করেন মুক্তিযোদ্ধারা।

এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে বিজয় র‌্যালি, জাতীয় ও বিজয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সন্মাননা দেয়া হয়।

সভায় বক্তব্য রাখেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, সাবেক ডেপুটি কমান্ডার এছার উদ্দিন, ডিসি মেম্বার কামরুজ্জামান কামরুল, সাবেক ডেপুটি কমান্ডার সাইদুর রহমান, সাবেক কমান্ডার মকসেদ আলী শাহ্, বিডিআরের সাবেক ডিএডি মাহাবুব আলম, সহকারী কমান্ডার আকবর আলী প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –