• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

‘তারুণ্যের ইশতেহার ভাবনা-২০১৮’- সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের ভাবনা রাজনৈতিক দলগুলোকে জানাতে ৪৫টি পরামর্শ নিয়ে ইশতেহার তৈরি করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। একটি তরুণ সমাজের কাছ থেকে এ পরামর্শগুলো নেয়া হয়।

‘তারুণ্যের ইশতেহার ভাবনা-২০১৮’ ক্ষুধা-দারিদ্র্য-বেকারমুক্ত, সুখী-সমৃদ্ধ, শোষণ-বৈষম্যহীন, উদার গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থী ও তরুণ সমাজের দাবির আলোকে সব রাজনৈতিক দলের উদ্দেশ্যেই এ ইশতেহার ভাবনা তুলে ধরা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ইশতেহারটি হস্তান্তর করা হবে।

এই লক্ষ্যে দুটি দলে বিভক্ত হয়ে একদল আওয়ামী লীগ কার্যালয়ে এবং আরেকটি বিএনপি কার্যালয়ে যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক আতাউল্লাহ।

তিনি বলেন, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ইশতেহার নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে গেছেন, আর আমি বিএনপি কার্যালয়ে যাচ্ছি।

ইশতেহারের দাবিগুলো হলো:

১। তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার আনতে হবে।

২। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করতে হবে। সবার জন্য অভিন্ন বয়সসীমা করতে হবে।

৩। চাকরির আবেদন ফি সম্পূর্ণ ফ্রি করতে হবে।

৪। শিক্ষায় জিডিপির ৫ ভাগ বা জাতীয় বার্ষিক বাজেটের ২০ ভাগ বরাদ্দ দিতে হবে।

৫। বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে হবে।

৬। প্রশ্ন ফাঁস বিরোধী সেল গঠন করতে হবে।

৭। বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধ করতে হবে।

৮। প্রতিবছর ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।

৯। বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের ১০ ভাগ গবেষণায় দিতে হবে। যার ৬ ভাগ শিক্ষকদের জন্য এবং ৪ ভাগ হবে ছাত্রদের জন্য।

১০। শিক্ষক নিয়োগে ৮০ ভাগ নম্বর লিখিত পরীক্ষায় এবং ২০ ভাগ নম্বর মৌখিক পরীক্ষায় রাখতে হবে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনের সামনে ‘তারুণ্যের ইশতেহার ভাবনা- ২০১৮’ অনুষ্ঠানে এ দাবি ঘোষণা করা হয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –