• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

সুষ্ঠু নির্বাচন প্রিসাইডিং অফিসারদের ওপর নির্ভর করছে: ইসি

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৮  

প্রিসাইডিং অফিসারদের নিরপেক্ষতার ওপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করছে বলে জানিয়েছেন ইসি কমিশনার রফিকুল ইসলাম।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, নিরপেক্ষতা নিশ্চিতে সব ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন মোতাবেক নির্বাচন না হলে ইসি প্রশ্নবিদ্ধ হবে। ভোটাররা ভোট দিতে পারবে কি না তা নিয়ে শঙ্কা আছে। তাই সুষ্ঠু ভোট অনুষ্ঠানের দায়িত্ব মাঠের কর্মকর্তাদের। আর ভোটারদের কেন্দ্রে যাওয়ার পরিবেশ তৈরির দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেটদের ওপর।

অনুষ্ঠানে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, নিবন্ধিত সব দলই নির্বাচনে অংশ নিচ্ছে। এটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রাথমিক বিজয়।

ভোটার ও নির্বাচনী কর্মকর্তাদের সুরক্ষায় থাকবে, পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি বলেও জানান তিনি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –