• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

বিরলে হাতকড়াসহ আসামি পলায়ন

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮  

বিরলে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় পুলিশের হাতকড়া নিয়ে আসামি পালানোর অভিযোগ উঠেছে।

ভান্ডারা ইউপি চেয়ারম্যান মামনুর রশীদ মামুন জানান, এসআই মোকারম হোসেন ও এএসআই সুরণীত এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স দৈকতবাড়ী গ্রামের আব্দুস সোবহানের ছেলে মাদক ব্যবসায়ী মোশারফ হোসেন মোশাকে মাদকসহ আটক করে। হাতকড়া পড়িয়ে থানায় নিয়ে আসার পথে সে কৌশলে পালিয়ে যায়। সকল গ্রাম পুলিশকে পলাতক মোশারফ হোসেনকে খোঁজার জন্য ইউপি চেয়ারম্যান গুরুত্বারোপ করেছেন।

বিরল থানার ওসি এ টি এম গোলাম রসুল জানান, ঘটনাটি শুনেছি। তবে আসামীকে আবার আটক করা হয়েছে কিনা তা নিঃশ্চিত হয়ে জানাব।

এসআই মোকারম হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আসামীকে ধানক্ষেত থেকে পেয়েছি। সে মোশারফ নয় হাছান। এএসআই সুরণীত চিনতে ভুল করেছিল বলে সে মোশারফের কথা বলেছিল।

অতিরিক্ত এসপি(সদর সার্কেল) সুশান্ত সরকার এর নিকট মুঠোফোনে এ ব্যাপারে জানতে চাইলে তাঁকে থানা থেকে এ বিষয়ে অবগত করা হয়নি, তিনি খোঁজ নিবেন বলে জানান।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –