• রোববার ২০ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৪ ১৪৩১

  • || ১৫ রবিউস সানি ১৪৪৬

ছাত্রাবাসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর ‍মৃত্যু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪  

রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় কারমাইকেল কলেজের অনার্স তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম নাদভী সরকার (২৩)। ট্রাকের পিছনে মোটরসাইকেল চালিয়ে নাদভী সরকার রংপুরে তার ছাত্রাবাসে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তার সহপাঠীরা।

শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১১টায় মিঠাপুকুর উপজেলার বৈরাগীগন্জ শাহ আমানত পেট্রোল পাম্প সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানান, দিবাগত রাতে প্রথমে ওই যুবককে তারা রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে,ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের পরিবার এবং স্বজনরা জানান, নাদভী সরকার রংপুর কারমাইকেল কলেজের গনিত বিভাগের শিক্ষার্থী। সে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নস্থ শালাইপুর সরকার পাড়া গ্রামের সাইফুল ইসলামের একমাত্র পুত্র। নাদভী বিবাহিত এবং তার তিনবছরের এক পুত্র সন্তান রয়েছে । সে রংপুরে ছাত্রাবাসে থেকে একটি বেসরকারী প্রাইভেট বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। শনিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে রংপুর শহরে ফিরছিলেন। তাদের ধারণা, নাদভী সরকার সম্ভবত মোটরসাইকেল ছিনতাইয়ের ভঁয়ে ট্রাকের পিছু নিয়েছিলেন। এতেই হয়তোবা কিছু একটা হতে পারে। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, পরিবারের দাবি না থাকায় রাতেই নাদভীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনার সম্ভাব্য কারন সহ দূর্ঘটনায় ঘাতক পরিবহনটি সনাক্তের চেষ্টা চলছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –